ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪ 

রুশ ভাষা নিষিদ্ধ করছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ১৮ এপ্রিল ২০২৪

শেয়ার

রুশ ভাষা নিষিদ্ধ করছে ইউক্রেন

গণমাধ্যমে রুশ ভাষার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে যাচ্ছে ইউক্রেন। আগামী তিন মাসের মধ্যেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। কিয়েভের রাষ্ট্র ভাষা সুরক্ষা বিষয়ক কমিশনার তারাস ক্রেমিন এ ঘোষণা দিয়েছেন। 
আরটির খবরে জানানো হয়েছে, স্বাধীনতা অর্জনের পর থেকেই ইউক্রেনের প্রধান দুই ভাষা হিসেবে স্বীকৃত ছিল রুশ ও ইউক্রেনীয়। দেশটির বেশিরভাগ নাগরিক রুশ ভাষায় কথা বলেন। এছাড়া রুশ ও ইউক্রেনীয় উভয় ভাষাই জানেন দেশটির বড় একটি অংশ। তবে ২০১৪ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহের পর এই অবস্থা বদলাতে থাকে। আস্তে আস্তে রুশ ভাষার ওপর নানা ধরনের চাপ আসতে থাকে ইউক্রেনের সরকারের তরফে। 
ইউক্রেনীয় মিডিয়ায় এখনও ৪০ শতাংশ পর্যন্ত রুশ কনটেন্ট মেনে নেয়া হচ্ছে। তবে আগামী জুলাই মাসের মধ্যে এটিকে শূন্যে নামিয়ে আনা হবে। ভাষার প্রতি এমন বৈষম্যের কারণেই ইউক্রেনে থাকা রুশ ভাষাভাষীরা দেশটির বর্তমান শাসনব্যবস্থাকে মেনে নিতে পারছে না। নতুন ইউক্রেনীয় কর্তৃপক্ষ রুশ ভাষাভাষীদের শিক্ষা, বিনোদনসহ সকল পরিষেবা থেকে নিষিদ্ধ করছে। গত বছর এক সাক্ষাৎকারে ক্রেমিন বলেছিলেন, ইউক্রেনে থাকা সকলকে অবশ্যই ইউক্রেনীয় ভাষা জানতে হবে।
 

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd