ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ 

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ৭ মে ২০২৪

শেয়ার

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস

ইসরাইলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। কয়েকদিনের আলোচনার পর মধ্যস্ততাকারীদের কাছে এই সিদ্ধান্ত জানিয়েছে তারা। তবে এই চুক্তি ফলপ্রসু হবে কি না সে বিষয়ে এখনো অনিশ্চিত দু’পক্ষই।

 

আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে হামাস। সেখানে বলা হয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোন কলের মাধ্যমে সম্মতির বিষয়টি জানিয়েছেন। একই সাথে মিশরকেও এই বিষয়ে অবগত করা হয়েছে।

পরবর্তীতে হামাস নেতা খলিল আল হায়া জানিয়েছেন, যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মতি দিয়েছেন জো বাইডেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি মার্কিন প্রসাশনের অগ্রাধিকারে আছে।

 

এ বিষয়ে এখনো কোন ইতিবাচক সাড়া দেয়নি ইসরাইল। তারা জানিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের দাবি পূরণ হয়নি। এদিকে আবারো অবরুদ্ধ গাজার রাফাহ শহরে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd